॥ স্টাফ রিপোর্টার ॥
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’কে পদ্মা সেতুতে নিয়ে ফেলে দিয়ে হত্যার হুমকির প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। সোমবার সকালে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট. দীপেন দেওয়ান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপজাতীয় বিষয়ক সহ-সম্পাদক লেফটেন্যান্ট কর্ণেল মনিষ দেওয়ান, সাবেক এমপি মনি স্বপন দেওয়ান। জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু নাছের এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক দীপন তালুকদার (দীপু), সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট. সাইফুল ইসলাম পনির, সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট. মামুনুর রশিদ মামুন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।