খোরশেদ আলম জনির অকাল মৃত্যুতে জামায়াতের শোক

1

॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙ্গামাটি পার্বত্য জেলার বিশিষ্ট ব্যবসায়ী ও রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি জহির আহম্মদ সওদাগরের একমাত্র পুত্র সন্তান খোরশেদ আলম জনির অকাল মৃত্যুতে গভির শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলার নেতৃবৃন্দ।
জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলা আমীর অধ্যাপক মুহাম্মদ আব্দুল আলীম, সেক্রেটারী মো মনছুরুল হক ও রাঙ্গামাটি ২৯৯ আসনের জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এড মোখতার আহম্মদ স্বাক্ষরিত এক শোকবার্তায় বলা হয়, এই সম্ভাবনাময় যুবকের দুর্ঘটনাজনিত এই অকাল মৃত্যুতে আমরা গভিরভাবে শোকাহত।
শোকনাণীতে নেতৃবৃন্দ খোরশেদ আলম জনির রুহের মাগফিরাত কামনা করে বলেন, সবার মাঝে গ্রহণযোগ্য একজন রাজনিতিক ও সমাজসেবক হিসেবে জহির সওদাগর যেমন রাঙামাটিবাসীর কাছে প্রিয় মুখ, তার সন্তানও তেমনি সকলের স্নেহের। তার এই মৃত্যুশূণ্যতা পরিবারের জন্য এক অপরণীয় ধাক্কা। তারা পরিবারের সকলকে যেন মহান আল্লাহ শোক সইবার শক্তি দেন- সেই কামনা করেন এবং মরহুমের রেখে যাওয়া পরিবার পরিজন ও আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত রোববার (২৪ আগস্ট) দুপর ২ টায় খোরশেদ আলম জনি রাঙামাটি শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় এক মর্মন্তিক সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে মৃতৃ বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিওন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। তিমি বাবা, মা, স্ত্রী, ২ বোন, ২ ছেলে সন্তান বহু আত্মীয় স্বজন রেখে গিয়েছেন।