ঢাকা ব্যুরো অফিস, ২৪ ফেব্রুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : মেজর আজহারুল ইসলাম,পিতা-মৃত কাইউম উদ্দিম, গ্রাম-পঞ্চাশী, থানা-ধনবাড়ী, জেলা-টাঙ্গাইল গত ২৫/২৬ ফেব্র“য়ারী,২০০৯ তারিখে পিলখানায় সংঘটিত স্মরণকালের জঘণ্যতম ভয়াবহ হত্যাকান্ডে দেশদ্রোহী অপশক্তির হাতে শহীদ হন। শহীদ মেজর আজহারুল ইসলাম টাঙ্গাইল এর কৃতী সন্তান।
তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান জনসংযোগ কর্মকর্তা (উপমহাব্যবস্থাপক) মোঃ আব্দুস সালাম এর ছোট ভাই। তাঁর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত হলেও তার জন্য গর্বিত। আমরা মরহুম শহীদের বিদেহী আতœার মাগফেরাত কামনা করছি এবং সেই সাথে শোকাহত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা।
সম্পাদনা- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান