গর্জনতলীর ফুটবল খেলোয়াড়দের জার্সি উপহার স্মৃতি ত্রিপুরার

383

॥ স্টাফ রিপোর্টার ॥
“মাদক দ্রব্যকে না বলব, আমরা সুস্থ ও সুন্দর থাকব” প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটি পৌরসভার ৭নং ওয়ার্ডের গর্জনতলীর ফুটবল খেলোয়ারদের জার্সি উপহার দিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা।

বুধবার রাতে মাঝেরবস্তি এলাকায় নিজ বাসভবনে খেলোয়ারদের হাতে উপহার স্বরূপ জার্সি তুলে দেন তিনি।

এবিষয়ে তিনি বলেন- বর্তমানে তরুণ সমাজ মাদতের দিকে যেভাবে ধাবিত হচ্ছে। তা আমাদের সমাজে বিরূপ প্রভাব ফেলছে। তাই যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। পরিশেষে তিনি বলেন মাদক দ্রব্যকে না বলব, আমরা সুস্থ ও সুন্দর থাকব।