॥ ইকবাল হোসেন ॥
সার্বজনীন দূর্গাপূজা উপলক্ষে গর্জনতলী দূর্গাপূজা উদযাপন কমিটিকে নিজ উদ্যোগে টি-শার্ট বিতরন করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের গর্জনতলীতে অবস্থিত ত্রিপুরা বলাকা ক্লাব এর কার্যালয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা ও তার সহধর্মিণী উপস্থিত থেকে গর্জনতলী দূর্গাপূজা উদযাপন কমিটির সদস্যদের হাতে উক্ত টি-শার্ট সমূহ তুলে দেন।
এবিষয়ে তিনি বলেন, ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’ পার্বত্য রাঙামাটিতে মা দূর্গার আগমনে বৈচিত্রের মাঝে সম্প্রীতির বন্ধনে আমরা যেন এগিয়ে যেতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি। আর গর্জনতলী দূর্গাপূজা উদযাপন কমিটির সদস্যদের উৎসাহিত করার লক্ষ্যেই আমার এ ক্ষুদ্র প্রয়াস।