॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির গুইমারায় পাচঁটি ইটভাটায় অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। অবৈধ এসব ইট ভাটায় বন-পাহাড়ের জ্বালানি কাঠ পোড়ানোর অপরাধে চারটি ভাটার মালিককে ৫০ হাজার টাকা করে ২ লাখ টাকা জরিমানা করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী। অভিযানকালে সিন্দুকছড়ির এমএসবি ইটভাটায় জ্বলানি কাঠ ব্যবহার না করায় জরিমানার হাত থেকে রক্ষা পায়।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর ২০২৩) সকাল থেকে টানা দুপর পর্যন্ত গুইমারা সদরের আমতলীপাড়ার এসবি ইটভাটার মালিক শহিদউল্ল্যাহ,ফোর স্টার ইটভাটার মালিক মশিউর রহমান তারেক, মেসার্স তারা ইটভাটার মালিক সেলু মারমা, বাইল্যাছড়ির মদিনা ইট ভাটার মালিক মশিউর রহমান তারেক ও সিন্দুকছড়ি এলাকার এমএসবি ইট ভাটার মালিক মংগ্রী মারমার ইট ভাটায় এই অভিযান পরিচালনা করেন তিনি। এতে পুলিশ সদস্য ও বন রক্ষীরা অংশ নেন।
গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, গুইমারা উপজেলার ৫টি ইটভাটায় মোবাইল কোর্টের পরিচালনা করা হয়েছে। এ সময় ৪টি ইটভাটার বনের কঁচি-কাঁচা জ্বালানি কাঠ পোড়ানোর অপরাধে ৫০ হাজার টাকা করে, মোট ২ লাখ টাকার অর্থদ- দেয়া হয়।
এ সময় ৪টি ইটভাটার জব্দকৃত জ্বালানি কাঠ বন বিভাগের ফরেস্ট রেঞ্জ অফিসার ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা নিলামের মাধ্যমে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।