॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ২০২২-২০২৩ শিক্ষা বর্ষে গুচ্ছ ভিত্তিক (জিএসটি)ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের পানি সরবরাহ ও ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাঙামাটি ছাত্রদলের নেতৃবৃন্দ। শনিবার রাঙামাটি শহরের ৯টি কেন্দ্রে অনুষ্ঠিত পরিক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাঙামাটি জেলা ছাত্রদলের নির্দেশে ফুলেল শুভেচ্ছা, কক্ষ খুঁজে পেতে সহযোগিতা করা, সুপেয় পানি সরবরাহ করেছে ছাত্রদলের নেতৃবৃন্দ।
এসময় লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে জেলা ছাত্রদল সভাপতি ফারুক আহমেদ সাব্বির, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলার সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, সরকারি মহিলা কলেজে জেলার সহ-সভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকু, সরকারি কলেজে আহ্বায়ক আল আমিন, সদস্য সচিব অলি আহাদসহ ছাত্রদলের নেতৃবৃন্দ পরিক্ষার্থীদের সহযোগিতা করেন।
কর্মসূচীতে রাবিপ্রবি ছাত্রদল নেতা জসিম উদ্দিন, জিসান আহম্মেদ, ইউনুছ ইয়ামিন, ইসানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।