॥ স্টাফ রিপোর্টার ॥
নোয়াখালীতে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিতে বোরহান উদ্দিন মুজাক্কিরের মৃত্যুর প্রতিবাদে দোষীদের শাস্তির দাবি জানিয়ে প্রতিবাদ সভা করেছে রাঙামাটি প্রেসক্লাব। সোমবার সন্ধ্যায় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় এই সংবাদকর্মীর মৃত্যুতে গভির শোক প্রকাশ করে এ ধরণের রাজনৈতিক গোলোযোগের তীব্র নিন্দা জানান সাংবাদিক নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনকালে প্রায়শ হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করছে। সাংবাদিকরা আজ স্বাধীনভাবে তাদের পেশা পালন করতে পারছে না। প্রতিনিয়ত তাদের হামলা, মামলার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সবশেষ মুজাক্কির তাঁর পেশাগত দায়িত্ব পালনকালে গুলিতে মৃত্যুবরণ করেন।
রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ সভাপতি অলি আহম্মেদ, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, অর্থ সম্পাদক পুলক চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক মো. ইলিয়াসসহ প্রেসক্লাবের সদস্যরা।
সভা শেষে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন করা হয়। নিহত বোরহান উদ্দিন মুজাক্কিরের মৃত্যুর প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের শাস্তির দাবিতে প্রেসক্লাব ভবনের সামনে প্রতিবাদী ব্যনার টাঙ্গিয়েছে রাঙামাটি প্রেসক্লাব।
প্রসঙ্গত, গত শুক্রবার নোয়াখালীর কোম্পানীগঞ্জে পৌর মেয়র আবদুল কাদের মির্জার অনুসারীদের সঙ্গে আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীদের সংঘর্ষের সময় ভিডিও ধারণকালে গুলিবিদ্ধ হন সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত পৌনে ১১টার দিকে তার মৃত্যু হয়।