গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণে নানিয়ারচরে আলোচনা

406

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥

আমার গ্রাম-আমার শহর কারিগরী সহায়তা প্রকল্পের আওতায় প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে রাঙামাটির নানিয়ারচরে অংশীজন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে অংশীদারিত্বের ভিত্তিতে সভায় উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চকমা। এতে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ডেপুটি টিম লিডার প্রকৌশলী নুরুন্নাহার বেগম।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী (অ. দা.) জিয়াউল ইসলাম মজুমদার, সহকারী প্রকৌশলী নির্মল চাকমা, প্রকৌশলী আবু হানিফ, স্থানীয় ইউপি সদস্য প্রিয়তোষ দত্ত, সংরক্ষিত আসনের ইউপি সদস্য নাসিমা বেগমসহ গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে গ্রামকে আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে অগ্রাধিকারের ভিত্তিতে সড়কের উন্নয়ন পরিকল্পনা কাজের তালিকা তৈরী করেন।
এই প্রকল্পের মাধ্যমে পিছিয়ে থাকা গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে উন্নত নাগরিক সুবিধা পৌঁছে দেওয়া যাবে বলে সংশ্লিষ্টরা মনে করেন। এই খসড়া কর্মপরিকল্পনা শেষে স্থানীয় সরকার মন্ত্রণালয় সমীক্ষা চালাবে। পরে এসব মেগা প্রকল্পসমূহ বাস্তবায়নের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী ঘোষিত পদক্ষেপ গ্রামে শহরের মত নাগরিক সুবিধা প্রদান করা হবে।