ঘিলাছড়ি ইসলামিয়া মাদরাসায় বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

461

॥ কাউখালী প্রতিনিধি ॥
কাউখালী উপজেলার পাহাড়ী প্রত্যন্ত এলাকা ঘিলাছড়ি জামিউল উলুম আল-ইসলামিয়া মাদরাসা হেফজখানা ও এতিম খানার বার্ষিক সভা সোমবার রাত্রে মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ কাউখালী উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ এরশাদ সরকার, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওছি) মোঃ শহিদ উল্লা পিপিএম, কাউখালী বিআরডিবি চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন,কাউখালী উপজেলা প্রেস ক্লাব সহ-সভাপতি মোঃ ওমর ফারুক।

এ সময় মাদরাসার বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ছাত্র,ছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরুস্কার তুলে দেন। আলোচনা সভা শেষে ওয়াজ মাহফিল শুরু করা হয়। ওয়ায়েজ মাহফিলে প্রধান ওয়ায়েজিন ছিলেন ঢাকা প্রাইম গ্রুপ জামে মসজিদ খতিব,হযরত মাওলানা মির্জা ইয়াছিন আরফাত।প্রধান বক্তা ছিলেন,রাঙুনীয়া ইসলামপুর মাদরাসা জামে মসজিদ খতিব, হযরত মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ,বিশেষ বক্তা ছিলেন, কাউখালী বেতছড়ি জামে মসজিদ খতিব, হযরত মাওলানা মুহাম্মদ ইছহাক।

ওয়াজ মাহফিলে আরো ওয়ায়েজ করেন ঘিলাছড়ি জামিউল উলুম আল- –ইসলামিয়া মাদরাসা হেফজখানা ও এতিমখানার মুহতামিম মাওলানা মোঃ ইউছুফ, রাঙুনীয়া ফুল বাগিছা মাদরাসার মুহতামিম মাওলানা মোঃ নাছির উদ্দিন,মাওলানা মোঃ বিলাল হোসেন, মাওলানা মোঃ হাসান আলী সহ আরো অনেকে। ওয়ায়েজ মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।