ঘিলাছড়ি জামিউল উলুম হেফজখানা ও এতিমখানার বার্ষিক সভা সম্পন্ন

363

॥ কাউখালী প্রতিনিধি ॥

কাউখালী উপজেলার প্রত্যন্ত পাহাড়ী এলাকা ঘিলাছড়ি জামিউল উলুম আল- ইসলামিয়া মাদ্রাসা হেফজ ও এতিমখানার ১১তম বার্ষিক সভা গতকাল শনিবার রাত্রে মাদ্রাসা প্রাংগণে সম্পন্ন হয়।

বার্ষিক সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. মুজিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দোরকারা বাজার মদিনাতুল উলুম মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা ক্বারী ইমাম হোসাইন জিহাদী। প্রধান বক্তা ছিলেন রাঙুনীয়া ইসলামপুর মাদ্রাসা মসজিদ খতিব হযরত মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ। বিশেষ ওয়ায়েজিন ছিলেন কাউখালী রাঙীপাড়া জামে মসজিদ খতিব হযরত মাওলানা মুফতি গিয়াস উদ্দিন,রাঙুনীয়া ফুল বাগিছা আজিজুল উলুম মাদ্রাসার মোহতামিম হযরত মাওলানা নাছির উদ্দিন, বেতছড়ি জাম মসজিদ খতিব হযরত মাওলানা মো. ই্সহাক। সভায় স্বাগত বক্তব্য রাখেন ঘিলাছড়ি জামিউল উলুম আল- ইসলামিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা মুহাম্মদ ইউসুফ আলী। সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কাশখালী তালিমুল কোরান একাডেমির পরিচালক মাওলানা মো. আব্দুর রহিম, রাঙীপাড়া মাদ্রাসার পরিচালক মাওলানা মো. আনোয়ার, মাওলানা মো. সানা উল্লাহ, মাওলানা মো. রবিউল হোসেন, মাওলানা মো. আবুল হোসেন,হাফেজ মাওলানা মো. মিছবাহুল হক।

সভায় বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী সদর বিশিষ্ট সমাজ সেবক মো. বশির মিয়া (লিডার), কাউখালী উপজেলা প্রেস ক্লাব সহ-সভাপতি মো. ওমর ফারুক,ঘিলাছড়ি মাদ্রাসার সহ-সভাপতি মো.জয়নাল আবেদিন, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মো. হাফিজ উদ্দিন,মাওলানা হাবিবুর রহমান, উদিয়মার তরুন সমাজ সেবক মো.আব্দুল লতিফ সহ ঘিলাছড়ি এলাকার এবং উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত ধর্মপ্রাণ মুসুলমান গন। পরে বার্ষিক সভা শেষে প্রধান অতিথি দেশ ও জাতির মঙল কামনায় দোয়া পরিচালনা করেন এবং তবরুক বিতরণ করেন।