চন্দ্রঘোনায় গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা

375

|| কাপ্তাই প্রতিনিধি ||

কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের ২ নং ওয়ার্ড এর কাটাপাহাড় এলাকায় নিজ বাড়ীতে গলায় ওড়না পেঁচিয়ে বাঁশের সিলিং এর সাথে ঝুলে মোছাম্মদ কাওসার আক্তার (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। সে ঐ এলাকার মৃত কাওসার হামিদ এর মেয়ে।

মঙ্গলবার(২২ জুন) সন্ধ্যা ৭.৩০ মিনিটে এই ঘটনা ঘটে বলে জানান চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী। আত্মহত্যার পর মেয়েটির পরিবারের সদস্যরা ঐ কিশোরীকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আনলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ কামরুল হাসান তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ কামরুল হাসান জানান, রাত ৮ টার দিকে মেয়েটিকে তাঁর পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে আসলেও এর আগে সে মারা যায়।

চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কি কারণে মেয়েটি আত্মহত্যা করেছে তা জানা যায়নি। এদিকে মেয়েটির স্বজনরা লাশটিকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে বাসায় নিয়ে আসলে পরে কাপ্তাই থানার পুলিশ সদস্যরা রাত ১১ টায় গিয়ে লাশটিকে থানায় নিয়ে আসেন।

কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়েটি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য বুধবার লাশটিকে রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে এবং এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।