॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাইয়ের চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগামের আয়োজনে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে চন্দ্রঘোনা ইউপি মিলনায়তনে বাল্য বিবাহ ও জেন্ডার উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।
কমিউনিটি হেলথ প্রোগামের ফিল্ড সুপারভাইজার শশীর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাসুদ, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন, সম্পাদক ঝুলন দত্ত। কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমা।