চন্দ্রঘোনা ইউপির উদ্যোগে মুক্তিযোদ্ধা সম্মাননা, শিক্ষার্থীদের ড্রেস ও ছাতা বিতরণ

360

|| কাপ্তাই প্রতিনিধি ||

লোকাল গর্ভামেন্ট সার্পোট প্রজেক্টের (এলজিএসপি) অর্থায়নে ও চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের বারঘোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থীকে নতুন স্কুল ড্রেস এবং ছাতা বিতরণ করা হয়েছে। একইদিন চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের উদ্যোগে চন্দ্রঘোনা ইউনিয়নে বসবাসরত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

শনিবার বিকেলে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রম এবং মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দিপংকর তালুকদার এমপি। ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবীর সভাপতিত্বে কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, সদস্য দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন, রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী থোয়াইচিং মারমা, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরন্জিত তঞ্চঙ্গ্যা, কাপ্তাই উপজেলা পেশাজীবি লীগের আহবায়ক ও সাবেক জেলা পরিষদ সদস্য প্রকৌশলী রুবায়েত আক্তার চৌধুরী প্রমূখ।