॥ কাপ্তাই প্রতিনিধি ॥
পার্বত্য অঞ্চলের স্বাস্থ্য সেবার বাতিঘর কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ১১৬ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় ১১৬ বছর পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং। এসময় হাসপাতাল চত্বর হতে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
হাসপাতালের দেশী-বিদেশী চিকিৎসক, নার্স, স্টাফ, কমিউনিটি হেলথ প্রোগ্রামের কর্মীরা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে র্যালীতে অংশগ্রহণ করে।
এবিয়ে ডাঃ প্রবীর খিয়াং বলেন, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের ১১৬ বছর পূর্তিতে শ্রদ্ধার সহিত তাঁদের স্মরণ করছি যারা এই হাসপাতালটির প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করেছে এবং ভূমিকা রেখেছে। হাসপাতালের প্রাক্তন পরিচালকদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দাতা সদস্যদের ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, আমার বিশ্বাস এই হাসপাতাল হাজার বছর এইভাবে মানুষের সেবা দিয়ে যাবে। হাসপাতাল দিবস উপলক্ষে শুক্রবার স্টাফ ক্লাবে সাংস্কৃতিক প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।