চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রম বিষয়ে মতবিনিময়

89

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় অবস্থিত খ্রীস্টিয়ান হাসপাতালের স্বাস্থ্যসেবা ও প্রকল্প কার্যক্রম সম্পর্কে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। হাসপাতালের সিসিএইচপি ট্রেনিং সেন্টারে সোমবার (৪ মার্চ)বেলা ১২টা হতে দুপুর ২টা পযন্ত এ সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যসেবা প্রকল্প ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল পরিচালক ডাক্তার প্রবীর খিয়াং।

প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন। উদ্বোধনী বক্তব্য রাখেন খ্রীস্টিয়ান হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক বিলিয়ন এ সাংমা। সভায় বক্তব্য রাখেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ আবুল কালাম(ওসি), রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবপ্রসাদ চক্রবর্তী, রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক খান নুরুল ইসলাম, হাসপাতালের প্রোগ্রাম ম্যানেজার সিমসন চাকমা, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খাঁন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ নাসির, কাপ্তাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি কবির হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ১১৬ বছরের বেশি সময় ধরে খ্রীষ্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনা সুনামের সাথে চিকিৎসা সেবা দিয়ে আসছে। আশা করি এই ধারা অব্যাহত থাকবে। হাসপাতাল পরিচালক এর আগে হাসপাতালের বিভিন্ন চিকিৎসা সেবা কার্যক্রম এবং আগামি দিনের সকল কার্যপরিকল্পনা তুলে ধরেন।