॥ কাপ্তাই প্রতিনিধি ॥
“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” প্রতিপাদ্যে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানার আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাইখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে র্যালি পরবর্তী আলোচনা সভায় চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অবঃ) টিপিং মারমা।
এতে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন রাইখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও চন্দ্রঘোনা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মোঃ এনামূল হক, কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক ইউসুফ কারবারি, রাইখালী ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি অজয় সেন, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ও রাইখালী ইউনিয়ন কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ।
এসময় চলতি বছরের নির্বাচিত শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে এসআই আজিজুর রহমান ও এএসআই পদু মত্তুরকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।