॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ অভিযানে পাচারকালে দেশীয় চোলাই মদসহ পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে রাইখালী ফেরিঘাট টেকের মোড় চন্দ্রঘোনা থানা পুলিশ ২০লিটার চোলাইমদসহ পাচারকালে ক্যচিংমং মারমাকে (৪০) গ্রেপ্তার করা হয়।মাদক প্রচারকারী ২নং রাইখালী ৩নং ওয়ার্ডর লেমুছড়ি এলাকায় বসবাস করে। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনছারুল করিম(ওসি) জানান ফেরীঘাট টেকের মোড় থেকে এসআই আশীষ পুলিশ ফোর্সসহ তাকে গ্রেপ্তার করে।আসামিকে মাদক আইনে মামলা করে রাঙ্গামাটি কোর্টে সোপর্দ করা হয়েছে।