স্টাফ রিপোর্ট- ১৯ মার্চ ২০১৭, দৈনিক রাঙামাটি: রাঙামাটি শহরের রাঙাপানি এলাকা থেকে যৌথবাহিনী অভিযান চালিয়ে জেএসএস’র তিন সদস্যকে গোলা-বারুদসহ আটক করেছে। আটককৃত হলেন- রোনেল চাকমা ওরফে তব্ল, জিকন তঞ্চাংগ্য ও কালো বরুন চাকমা ওরফে কালাইয়া।
শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে গোলা-বারুদ, নগদ অর্থ (২লক্ষ ৫৭ হাজার), চাঁদার রশিদ জেএসএস বাহিনীর সংগ্রাম সম্পর্কিত বই এবং চাঁদাবাজি করার বিভিন্ন সরঞ্জামসহ এদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান, দৈনিক রাঙামাটি।সূএ- অন্যমিডিয়া