চাঁদার দাবিতে অটোরিক্সা জ্বালিয়ে দিলো সন্ত্রাসীরা

164

॥ স্টাফ রিপোর্টার ॥

চাঁদা না পেয়ে প্রকাশ্য দিবালোকে একটি অটোরিক্সা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার দুপুরে রাঙামাটি শহরের উপকন্ঠে আসামবস্তি কাপ্তাই সড়কে দিনেদুপুরে এই সন্ত্রাসী ঘটনা ঘটায় বেপরোয়া সন্ত্রাসীরা। ঘটনার সময় খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হলেও সিএনজি অটোরিক্সাটি পুড়ে ছাই হয়ে গেছে।

গাড়ির চালক কামাল হোসেন জানিয়েছেন, যাত্রী নিয়ে আসামবস্তি থেকে কাপ্তাই যাওয়ার সময় আগর বাগান এলাকায় পৌছুলে সশস্ত্র তিনজন সন্ত্রাসী রাস্তায় দাড়িয়ে গাড়ির গতিরোধ করে এসময় তারা জেএসএস’র টোকেন দেখতে চায়। চালক টোকেন নাই জানিয়ে এক হাজার টাকা দিতে চাইলেও সেটি গ্রহণ না করে চালককে প্রচন্ড মারধর করে অটোরিক্সাটিতে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা। মুহুর্তের মধ্যেই গাড়িটি সম্পূর্ন পুড়ে যায়।

এদিকে এই ঘটনার প্রতিবাদে রাঙামাটি আসামবস্তি-কাপ্তাই সড়কে সশস্ত্র তৎপরতায় লিপ্ত থাকা জেএসএস এর সন্ত্রাসীদের গ্রেফতার, জ¦ালিয়ে দেওয়া অটোরিক্সার ক্ষতিপূরণ ও চালকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে তাৎক্ষণিকভাবে যাত্রীবাহি অটোরিক্সা চলাচল বন্ধ রাখে অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন। পরে প্রশাসনের অনুরোধে তারা চালকদের গাড়ি চালানোর নির্দেশ দেয় বলে জানিয়েছে, রাঙামাটি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু।

প্রসঙ্গত, এরআগেও চলতি মাসের গত ২ সেপ্টেম্বর শুক্রবার এই একই আসামবস্তী কাপ্তাই সড়কের বড়আদমের তঞ্চঙ্গ্যাপাড়ায় জেএসএস এর সহকারী কমান্ডার বিপ্লব চাকমা এবং কালেক্টর রিটন চাকমার নেতৃত্বে আনুমানিক ১০ সদস্যের একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ চাঁদা পরিশোধ না করায় ০৬টি সিএনজি অটোরিকশা এবং ০১টি পাথর বোঝাই ট্রাক আটক করে। পরবর্তীতে সেনাবাহিনীর দুইটি টহল দল ঘটনাস্থলে গমন করে সিএনজি অটোরিকশাগুলো উদ্ধার করে। দিনেদুপুরে প্রকাশ্য দিবালোকে এই ধরনের সন্ত্রাসী কর্মকান্ডের ঘটনায় রাঙামাটির সর্বত্রই গাড়ি চালকদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।