ছাত্রলীগ নেতা জয় ত্রিপুরার হত্যার প্রতিবাদে বিক্ষোভ

454

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি জেলা ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক জয় ত্রিপুরাকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার এবং সুষ্ঠু বিচারের দাবীতে শহরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ। সমাবেশে ছাত্রলীগের নেতৃবৃন্দরা আগামী এক সপ্তাহের মধ্যে জয় ত্রিপুরার হত্যাকারীদের গ্রেফতার করা না হলে রাঙ্গামাটি শহরে হরতাল অবরোধসহ কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলে হুশিয়ারী দেন।

শুক্রবার (১৮ মার্চ) সকালে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগ এবং অঙ্গ সংঠনের আয়োজনে বিক্ষোভ সমাবেশে নেত্রীবৃন্দ এ হুশিয়ারি জানান। এর আগে রাঙামাটি পৌরসভার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে রাঙ্গামাটি পৌর মেয়র ও জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী, যুবলীগ সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুর জামান মহসিন রোমানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।

সমাবেশে ছাত্রলীগের নেতৃবৃন্দরা বলেন, আওয়ামীলীগের নেতাসহ সহযোগী সংগঠনের তৃণমূলের নেতাদের টার্গেট করে একের পর এক হত্যা করা হচ্ছে। আওয়ামী লীগের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপশক্তিরা এই হত্যাযজ্ঞ চালাচ্ছে। অবৈধ অস্ত্র ঠেকিয়ে ও নেতাকর্মীদের উপর হামলা করে আওয়ামীলীগকে নিশ্চিহ্ন করতে উঠে পরে লেগেছে। আওয়ামীলীগকে কখনোই নিশ্চিহ্ন করা সম্ভব নয়। অপশক্তিরা বুঝতে পেরেছে যতই দিন গড়াচ্ছে আওয়ামীগ ততই শক্তিশালী হচ্ছে এবং আওয়ামীগ ক্ষমতায় থাকলে তাদের এই অবৈধ অস্ত্র চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করবে, তাই তারা আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে। এভাবে সহিংস সন্ত্রাসীর মাধ্যমে জনগনকে জিম্মি করা। অবৈধ অস্ত্র নিয়ে ঘোরাফেরা করা আমরা কখনো সমর্থন করিনি, ভবিষ্যতেও করবোনা। তাই পার্বত্য এলাকায় শান্তি-শৃংখলা ও উন্নয়নের ধারা চলমান রাখার স্বার্থে অবিলম্বে এসব সন্ত্রাসীদের চিহ্নিত ও আইনের আওতায় আনা প্রয়োজন এবং বিভিন্ন সময়ে ঘটে আসা অপহরণ-হত্যা-গুমসহ বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জয় ত্রিপুরার হত্যার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য জোর দাবী জানান বক্তারা।