॥ স্টাফ রিপোর্টার ॥
সম্প্রতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জুম্মার নামাজের পূর্বে মুসল্লিদের মাঝে মাস্ক বিতরণ করেছে রাঙামাটি জেলা প্রশাসন।
শুক্রবার (১৯ মার্চ) বনরূপা জামে মসজিদে মুসল্লিদের মাস্ক বিতরণের সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, নেজারত ডেপুটি কালেক্টর মো. ইসলাম উদ্দীন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, বৃহত্তর বনরূপা ব্যাবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সভাপতি মো. আবু সৈয়দ, রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র মো. জামাল উদ্দীন, বনরূপা জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন প্রমূখ।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সকলকে সচেতন করতে প্রচারণার অংশ হিসেবে রাঙামাটি জেলা শহরের বিভিন্ন মসজিদে জুম্মার নামাজের পূর্বে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে।