ঢাকা ব্যুরো অফিস, ১৯ জানুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি (প্রেস বিজ্ঞপ্তি) : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর শেরে বাংলা নগর জিয়াউর রহমানের মাজারে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে মাজার প্রাঙ্গণে নেতাকর্মীদের নিয়ে ফাতেহা পাঠ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উদযাপন করছে বিএনপি। মঙ্গলবার ভোরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এর পর বেলা সাড়ে ১১টায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে জিয়ার কবরে পুর্ষ্পাঘ্য অর্পন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বিএনপির পাশাপাশি যুবদল, কৃষক দল, মহিলা দল, ছাত্রদল, ড্যাব, এ্যাব, জাসাস, মৎস্যজীবী দল, তাঁতী দল ও শহীদ জিয়া স্মৃতি সংসদসহ বিভিন্ন সহযোগী সংগঠন প্রয়াত জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানায়।
এ সময়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, লে. জে. মাহবুবুর রহমান, ড.আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চৌধুরী কামাল ইবনে ইউসূফ, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর, খন্দকার মাহবুব হোসেন, মীর মোহাম্মদ নাসির, এম এ মান্নান, শামসুজ্জামান দুদু, ডা.এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, রুহুল কবির রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, প্রচার সম্পাদক জয়নুল আবেদিন ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপি ও বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জিয়াউর রহমানের জন্ম। শিক্ষা জীবন সমাপ্ত করে সামরিক বাহিনীতে যোগ দেন তিনি। মুক্তিযুদ্ধের শুরুতে ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধে একটি সেক্টরের কমান্ডারের দায়িত্ব পালনের পাশাপাশি ‘জেড’ ফোর্সের অধিনায়ক ছিলেন তিনি। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বীরউত্তম খেতাব পান তিনি। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকা-ের পর টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে দেশের হাল ধরেন জিয়াউর রহমান। নিযুক্ত হন রাষ্ট্রপতি। এরপরে ১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেন বিএনপি। ১৯৮১ সালে এক সামরিক অভ্যুত্থানে নিহত হন সাবেক এ রাষ্ট্রপতি। এরপর বিএনপির হাল ধরেন তার স্ত্রী বেগম খালেদা জিয়া।
সম্পাদনা- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান