। স্মৃতি বিন্দু চাকমা-জুরাছড়ি ।
পার্বত্য চট্টগ্রামে প্রথাগত কার্বারী জমাধন চাকমা ছিলেন জুরাছড়ি উপজেলার ২ নং বনযোগীছড়া ইউনিয়নে বহেরাছড়ি গ্রামের একজন প্রভাবশালী কার্বারী। জীবদ্দশায় তিনি ছিলেন একজন সমাজ সেবক এবং ধার্মিক ব্যক্তি। তার ছেলেমেয়েরা ও বর্তমানে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত।
জমাধন কার্বারী জম্ম গ্রহণ করেন ১৯৩৭ সালে। তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে ভুগছিলেন। শুক্রবার ২০২৪ সালে তার প্রয়াণে নেমে আছে শোকের ছায়া। এতে সুশীল সমাজ থেকে শুরু করে বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জ্ঞাপন করে।
তার পূত্র প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক অরুন চাকমা জানান, আমার বাবা জীবদ্দশায় ছিলেন একজন ধর্মানূরাগী। যে কেউকে উপকার করতে না পারলেও কখনো কাউকে ক্ষতি করেননি। সবসময় মানবতার কল্যাণে কাজ করে গেছেন এবং এলাকার মানুষকে সৎ পরামর্শ দিয়েছিলেন। তাই বাবার প্রয়াণে এলাকায় একপ্রকার শূন্যতা বিরাজ করছে।
জমাধন কার্বারীর ভায়ের ছেলে ইউপি সচিব সুমন চাকমা বলেন, যেহেতু জমাধন চাকমা ছিলেন একজন প্রথাগত কার্বারী তার সৎ পরামর্শ মূলক কথা ধরে আমরা এখনো পুরো সমাজ একতাবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছি। তার অবদান অতুলনীয়।