॥ স্টাফ রিপোর্টার ॥
জাতীয় যুব দিবস উপলক্ষে জলবায়ু পরিবর্তন বিষয়ে রাঙামাটিতে সাইকেল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস রাঙামাটি জেলার আয়োজনে বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে সাইকেল র্যালি শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে এসে র্যালিটি শেষ হয়।
এরপর পৌরসভা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন- পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। জেলা সমন্বয়ক ইকবাল খন্দকার তানভীরের সভাপতিত্বে ও সদস্য বর্ষা দাস তারার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- দৈনিক রাঙামাটি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও পুরস্কারপ্রাপ্ত জয়ীতা সুফিয়া কামাল ঝিমি, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙামাটি জেলার সভাপতি সাংবাদিক মনসুর আহম্মেদ মান্না, স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক মো. ইকবাল হোসেন, এনসিটিএফ এর সহ-সভাপতি মো. মেহেদী হাসান, ইয়ুথ নেট’র সহ-সমন্বয়কারী নুয়েসিং মারমা।
এসময় ইয়ুথ নেট’র সদস্যদের পাশাপাশি সাইকেলিস্টরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার পর সংগঠনের পক্ষ থেকে অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়।