জলবায়ু পরিবর্তনে স্থিতিস্থাপকতা সৃষ্টিতে নানিয়ারচরে আলোচনা সভা

393
মেহেদী ইমাম
রাঙামাটির নানিয়ারচররে জলবায়ু পরিবর্তনে স্থিতিস্থাপকতা তৈরি করা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মানুষের জন্য ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতায় এবং এনজিও সংস্থা আশিকা’র আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিউলি রহমান তিন্নী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা। এসময় আশিকা প্রকল্প কর্মকর্তা রবিন চন্দ্র চাকমার সঞ্চালননায় উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূয়েন খীসা ও আশিকা উপজেলা সমন্বয়ক বিমল কান্তি চাকমাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, জলবায়ু পরিবর্তনে অস্থিতিশীলতার জন্য প্রকৃতির সাথে আমাদের অনিয়মতান্ত্রিক আচরণ দায়ী। জলবায়ুর স্থিতিস্থাপকতার অভাবে পাহাড়ি ও উপকূল অঞ্চলে প্রাকৃতির দূর্যোগ বেশি হয়ে থাকে। পাহাড় ধ্বসসহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে উদাসীনতা ও অসচেতনতার ফলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই সুস্থ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সকলকে সচেতন হতে হবে।