॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বনজ ও ফলজ বাগান সৃষ্টি করতে হবে। তিনি বলেন, কাঠ ব্যবসায়ী ও জোত মালিক কল্যাণ সমিতির উদ্যোগে বন বিভাগের সাথে সমন্বয়ের মাধ্যমে রেকর্ডীয় খালি জায়গায় বৃক্ষ রোপণসহ বাগান সৃষ্টির কর্মসূচি হাতে নিতে হবে। এ সময় তিনি স্থানীয় জনসাধারণকে আয়বর্ধনমূলক কর্মসূচি হাতে নেওয়ার উপর গুরুত্বারোপ করেন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে বাঘাইছড়ি উপজেলায় বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও উদ্বোধনকালে এ কথা বলেন চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। শনিবার (৫সেপ্টেম্বর) বাঘাইছড়ি সফরে গিয়ে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি।
ওইদিন চেয়ারম্যান প্রথমে পরিষদের অর্থায়নে নির্মিত উপজাতীয় কাঠ ব্যবসায়ী ও জোত মালিক কল্যাণ সমিতির দ্বিতল অফিস ভবন উদ্বোধন করেন। এরপর তিনি মগবান শাক্যমনি বৌদ্ধ মন্দির এর দ্বিতীয় তলা নির্মাণ ও রুপকারী ইউনিয়নে কাচালং শিশু সদন এর তৃতীয় তলা ছাত্রাবাস উদ্বোধন করেন।
এ সময় উপজাতীয় কাঠ ব্যবসায়ী ও জোত মালিক কল্যাণ সমিতির সভাপতি উদয়ন চাকমা, বঙ্গলতলী ইউপি চেয়ারম্যান জ্ঞান বিকাশ চাকমা, উপদেষ্টা পরিষদের সদস্য তারুসী চাকমা, হেডম্যান জ্যোতি বিকাশ চাকমা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ যথাক্রমে মোঃ আলী হোসেন, মোঃ গিয়াস উদ্দীন, নুরুল ইসলাম নুরু ও উপজাতীয় কাঠ ব্যবসায়ী ও জোত মালিক কল্যাণ সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মগবান শাক্যমনি বৌদ্ধ মন্দির এর দ্বিতীয় তলা নির্মাণ ও রুপকারী ইউনিয়নে কাচালং শিশু সদন এর তৃতীয় তলা ছাত্রাবাস উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, হোষ্টেলে অবস্থানরত ছাত্ররা যাতে নিয়মিত পড়াশুনা করে প্রতি বছর ভালো রেজাল্ট নিয়ে আশ্রম তথা এলাকার সুনাম অর্জন বয়ে আনতে পারে সেবিষয়ে কর্তৃপক্ষকে সজাগ থাকতে হবে। ছাত্ররা নিয়মিত পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চা যাতে করে এবিষয়েও নজর দেওয়ার অনুরোধ জানান তিনি।
এসময় পার্বত্য ভিক্ষু সংঘের সংঘরাজ সাদা মনের মানুষ বিহারাধ্যক্ষ তিলোকানন্দ মহাথের, মগবান শাক্যমনি বৌদ্ধ মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুখেন্দু বিকাশ চাকমা, বিহার পরিচালনা কমিটির উপদেষ্টা দেব প্রসাদ দেওয়ান ও পারদর্শী চাকমা উপস্থিত ছিলেন। বাঘাইছড়ির বিভিন্ন প্রকল্প পরিদর্শনের সময় পরিষদ চেয়ারম্যানের সফরসঙ্গী ছিলেন পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া।