॥ স্টাফ রিপোর্টার ॥
জাগো হিন্দু পরিষদ রাঙামাটি জেলা শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের একটি কমিউনিটি সেন্টারে কমিটি গঠন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- জাগো হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক প্রিতম দেবনাথ।
মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন- পুরোহিত কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক পুলক চক্রবর্তী। জাগো হিন্দু পরিষদ রাঙামাটি জেলার সাবেক সভাপতি দেবব্রত চক্রবর্তী দেবুর সভাপতিত্বে ও দেবব্রত দাশ দেবুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- সাবেক সাধারণ সম্পাদক হিমাদ্রী দে হিমু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ভেদভেদী শংকর মিশনের সাধারণ সম্পাদক সুব্রত দে, সনাতন যুব পরিষদ রাঙামাটি জেলার সভাপতি অজিত শীল, রাঙামাটি জেলা গীতা শিক্ষা সমন্বয় কমিটির সভাপতি উত্তম দত্ত, ভেদভেদী শংকর মিশনের সহ-সভাপতি মৃদুল ধর, কাউখালী সৎসঙ্গ আশ্রমের সভাপতি নির্মল কান্তি মজুমদার, জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক টিটু শীল।
এমসময় জাগো হিন্দু পরিষদ রাঙামাটি জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পর জাগো হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক প্রিতম দেবনাথ- দেবব্রত চক্রবর্তী দেবুকে সভাপতি, নির্মল কান্তি মজুমদারকে সহ-সভাপতি, হিমাদ্রী দে হিমুকে সাধারণ সম্পাদক ও রমিও ধরকে সাংগঠনিক সম্পাদক করে জাগো হিন্দু পরিষদ রাঙামাটি জেলা শাখা কমিটি ঘোষণা করেন এবং দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন।