জাজীয় প্রেসক্লাবে আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা সওগাতুল আলম সগীর হত্যার বিচার দাবি

537

DR MATI PIC 01. 22

১১ ডিসেম্বর ২০২২, ঢাকা ব্যুরো অফিস, দৈনিক রাঙামাটি

মুনতাসির ট্যুরিজমের উদ্যোগে ও দৈনিক রাঙামাটি পত্রিকার আয়োজনে গত ৭ ডিসেম্বর ২০২২, বুধবার দিনের প্রথম প্রহরে ‘মুক্তিযুদ্ধে মঠবাড়িয়া : মুক্তিযুদ্ধের ইতিহাসে ‘আমলানী ক্যাম্প’ (ভারত) এর প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ সওগাতুল আলম সগীর- শীর্ষক আলোচনা সভা জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত হয়। আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন, গপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া।

তনি বলেছেন, হাজার হাজার মানুষ সওগাতুল আলম সগীর সাহেবের উদ্দীপনায় মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। পিরোজপুরের মঠবাড়িয়ার মুক্তিযুদ্ধের ইতিহাসের ধারক ও বাহক শহীদ সওগাতুল আলম সগীর। কেবল মনে ধারণ নয়, তাকে কেবল স্মরণ করা নয়, তার স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে তার নামে কোন স্মৃতি ফলক বা স্থাপনা নির্মাণের উদ্যোগ নেয়া হবে। সভায় আলোচকদের মধ্যে থেকে মঠবাড়িয়া মুক্তিযুদ্ধের প্রধান সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ সওগাতুল আলম সগীরের হত্যাকারীদের বিচারের দাবি জানানো হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুসহ মুক্তিযোদ্ধাদের হত্যাকারীদের বিচার হয়েছে, তাহলে শহীদ সওগাতুল আলম সগীর হত্যার বিচার হবে না কেন ? স্বাধীনতার পর তাকেসহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাকে নির্মমভাবে হত্যা করেছে কথিত সিরাজ শিকদার বাহিনী। তাকে হত্যা করা হয়েছে, কিন্তু বিচার হয়নি, তার হত্যা মামলা খারিজ করে খুনিদের আরো শক্তিশালী করা হয়েছে।

DR MATI PIC 02. 22

আয়োজক প্রতিষ্ঠান দৈনিক রাঙামাটি পত্রিকার প্রকাশক মো. জাহাঙ্গীর কামালের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন, রেলপথ মন্ত্রণালরে সাবেক সিনিয়র সচিব মো. মোফাজ্জেল হোসেন, ‘আমলানী ক্যাম্প’ (ভারত) এর মুক্তিযুদ্ধকালীন পলিটিক্যাল এডভাইজার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান, মুক্তিযুদ্ধকালীন সুন্দরবন সাবসেক্টরের শরণখোলা থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, ‘আমলানী ক্যাম্প’ (ভারত) এর যুদ্ধকালিন পলিটিক্যাল মটিভেটর (অন্যতম) ও শহীদ সওগাতুল আলম সগির স্মৃতি সংসদের আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহসভাপতি ও জাতীয় প্রেসক্লাব সদস্য আজমল হক হেলাল, বাংলাদেশ সংবাদপত্র পরিষদ কোষাধ্যক্ষ ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মফিজুর রহমান খান বাবু।

বার্তা বাহক, শামীমুল আহসান
ঢাকা ব্যুরো প্রধান, দৈনিক রাঙামাটি