জাতীয় কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় নানিয়ারচরে কৃমিনাশক সেবন চলমান

380

।। নানিয়ারচর প্রতিনিধি ।।

জাতীয় কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় নানিয়ারচরে সিদ্ধার্ত বয়স সীমার স্থানীয় বাসিন্দাদের মাঝে চলমান রয়েছে কৃমিনাশক ঔষধ সেবন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধিনে ১৬ই মে থেকে শুরু হওয়া জাতীয় কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় নানিয়ারচর উপজেলায় কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চলছে কৃমিনাশক ট্যাবলেট সেবন কার্যক্রম।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার ৭টি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ১০৬৫০জন শিশু-কিশোর কে কৃমিনাশক ঔষধ সেবনের আওতায় আনার লক্ষমাত্রা রয়েছে। এরই মধ্যে আমরা ৪০ভাগ সেবন সম্পন্ন করেছি। ৫ থেকে ১৬বছর বয়সী পর্যন্ত সকল শিশুকে কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় ১ডোজ কৃমিনাশক ঔষধ বিতরণ করা হয়।

সূত্রটি আরো জানায়, যে সকল ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক আছে তাদের ক্লিনিকের মাধ্যমে সেবা প্রদান করা হচ্ছে। যে ৫টি ওয়ার্ডে ক্লিনিক নেই এমন এলাকায় মাঠকর্মীদের মাধ্যমে এই সেবা প্রদান করা হচ্ছে।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ড. নূয়েন খীসা জানান, প্রতিবছর স্কুল পর্যায়ে শিশু-কিশোরদের মাঝে কৃমিনাশক ঔষধ বিতরণ করা হতো। এবার করোনা পরিস্থিতিতে উপজেলার কমিউনিটি ক্লিনিক সমূহের মাধ্যমে এবং মাঠকর্মীদের মাধ্যমে কৃমিনাশক সেবন করানো হচ্ছে। আগামী ২০তারিখ এপর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।