জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন নারী কাবাডি দলকে জুরাছড়ি জোনের সংবর্ধনা

9

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥
জাতীয় পর্যায়ে অনুর্ধ্ব-১৮ নারী কাবাডি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় জুরাছড়ি জোনের পক্ষ থেকে খেলোয়ারদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জুরাছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল রাশেদ হাসান সেজান খেলোয়ার ও কর্মকর্তাদের সংবর্ধনা দেন।

এসময় যক্ষ্মা বাজার ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ মোশারফ হোসাইন সাগর, জোন স্টাফ অফিসার ক্যাপ্টেন হাসিন ফুয়াদ সৌমিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনন্যা চাকমা, ইউআরসি মোর্শেদ আলম, এলজিইডি কর্মকর্তা প্রনব রায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়া, ভারপ্রাপ্ত ওসি এস আই শ্যামল, ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব ত্রিপুরা, সিনিয়র শিক্ষক শান্তিময় চাকমা, ১নং জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, ২নং বনযোগীছড়া ইউপিচেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, ৩নং মৈদং ইউনিয়ন পরিষদ সাধনানন্দ চাকমা, ৪নং দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তিরাজ চাকমা, জেলা কাবাডি টিমের কোচ মোহাম্মদ খোকন, উপজেলা কাবাডি টিমের কোচ- তনয় চাকমাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি খেলোয়াড়দের পাশাপাশি শিরোপাজয়ী দলের সাথে সংশ্লিষ্ট শিক্ষক, কোচসহ সকলকে সম্মাননা স্মারক, প্রশংসাপত্র, প্রাইজমানি ও শিক্ষা সামগ্রী প্রদান করেন।

পরে জুরাছড়ি জোন আয়োজিত চা চক্র ও ইফতারে অংশ নেন আগত অতিথি এবং সংবর্ধিতরা।