॥ স্টাফ রিপোর্টার ॥
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পার্বত্যাঞ্চলের শীর্ষ মানবাধিকার ও সামাজিক সংগঠন “ওয়ার্ল্ড পীস্ এন্ড হিউম্যান রাইটস সোসাইটি” রাঙামাটি পার্বত্য জেলার উদ্যোগে স্মরন সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪টায় সংগঠনর জেলা কার্যালয়ে সোসাইটির সভাপতি শিক্ষক অরূপ মুৎসুদ্দীর সভাপতিত্বে স্মরন সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ রাঙামাটি জেলার যুগ্ম সম্পাদক পঞ্চানন ভট্টাচার্য, সদর শাখার সাধারন সম্পাদক কুশল চৌধুরী।
সোসাইটির সাধারন সম্পাদক দেবাশিষ পালিত রাজার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা রবীন্দ্র নাথ মাষ্টার, সহ সভাপতি সুফিয়া কামাল ঝিমি, যুগ্ম সম্পাদক বিমল চক্রবর্তি, মিলাদ পরিচালনা করেন ক্বারী মাওলানা নুরুল ইসলাম।