॥ স্টাফ রিপোর্টার ॥
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ঘিরে রাঙামাটি পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও তবরুক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় ভেদভেদী বিদ্যুৎ অফিস মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রফিকুল মাওলা।
৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নরেশ মজুমদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সাবেক মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, পৌর আওয়ামীলীগের সহ সভাপতি মাহফুজুর রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাওয়াল উদ্দিন,
পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিটন বড়–য়া, পৌর ছাত্রলীগের সভাপতি এইচএম আলাউদ্দিন, ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল, ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি রবীন্দ্র চাকমা
ওয়ার্ড সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, ওয়ার্ড যুবলীগের সভাপতি খোরশেদ আলম বাচা, ওয়ার্ড ছাত্রলীগের দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন। এসময় আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরপর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।