জাতীয় শোক দিবস ঘিরে ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের আলোচনা

105

॥ স্টাফ রিপোর্টার ॥

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ঘিরে রাঙামাটি পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও তবরুক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় মোটেল জর্জ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রফিকুল মাওলা।

৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাবু চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য- সনদ কুমার বড়–য়া, যুগ্ম সম্পাদক সন্তোষ কুমার চাকমা, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সাইদুল, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি পরেশ মজুমদার, জেলা যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী স্বপন, জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আক্তার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব দেবাশীষ পালিত রাজাসহ অন্যান্যরা। এসময় ওয়ার্ড আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার পর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।