জাতীয় গ্রন্থাগার দিবসে শিশু একাডেমির প্রতিযোগিতা

79

॥ সংবাদ বিজ্ঞপ্তি ॥

জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৩ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি রাঙামাটি পার্বত্য জেলা কার্যালয় কর্তৃক বই পড়ে বই সম্পর্কে মতামত উপস্থাপন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে প্রেরিত জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৩ উপলক্ষে বই পড়ে বই সম্পর্কে মতামত উপস্থাপন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে। রোববার সকাল ১০টায় প্রতিযোগিতা এবং দুপুর ১২টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এছাড়াও ০৫-০৭ ফেব্রুয়ারি ৫০% কমিশনে শিশু একাডেমি হতে বই সংগ্রহ করা যাবে।