॥ স্টাফ রিপোর্টার ॥
জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৩ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি রাঙামাটি পার্বত্য জেলা কার্যালয় কর্তৃক নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে। রোববার সকালে শিশু একাডেমি মিলনায়তনে বুক রিভিউ প্রোগ্রাম, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- প্রাক্তন জেলা কালচারাল অফিসার মুজিবুল হক বুলবুল, রাঙামাটি শিশু নিকেতনের প্রধান শিক্ষক এসএম মহিউদ্দিন মিন্টু, মনোঘর আবাসিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারি শিক্ষক মৃত্তিকা চাকমা। সংক্ষিপ্ত আলোচনা সভার পর অতিথিরা বুক রিভিউ প্রোগ্রামে বিজয়ী সহ অংশগ্রহণকারী সকল শিশুর হাতে পুরস্কার তুলে দেন।