জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কাপ্তাইয়ে অবহিতকরণ সভা

396

|| কাপ্তাই প্রতিনিধি ||

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন – ২০২১ উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবার বাস্তবায়নে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা রবিবার(৩০ মে) সকাল ১০.৩০ মিনিটে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনির সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন, শিক্ষা অফিসার মোঃ ইদ্রিচ, কাপ্তাই প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। অবহিতকরণ সভায় স্বাস্থ্য পরিদর্শকরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয় আগামী ৫ জুন হতে ১৯ জুন পর্যন্ত কাপ্তাই উপজেলার ১২০ টি কেন্দ্রে ৬ মাস হতে ১১ মাস ১ হাজার ১৪ জন শিশুকে নীল রংয়ের ভিটামিন ক্যাপসুল এবং ১২ মাস হতে ৫৯ মাস বয়সী ৭ হাজার ৭ শত ৯৬ জন শিশুকে ১ টি করে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।