জাতীয় শোক দিবস উপলক্ষে কাপ্তাই কৃষকলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

236

কাপ্তাই প্রতিনিধি

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা কৃষকলীগের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (১ আগস্ট) এই উপলক্ষে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে একটি শোক র‍্যালি শেষে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী।

কাপ্তাই উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ শামসুদ্দীন এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সুধীর তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সাবেক সদস্য ও জেলা কৃষকলীগের সিনিয়র সহ সভাপতি শান্তনা চাকমা, রাঙামাটি জেলা কৃষকলীগ যুগ্ন সম্পাদক মোফাজ্জল হোসেন স্বপন, জেলা কৃষকলীগ সাংগঠনিক সম্পাদক নুর উল্লা ভুঁইয়া, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি বিদর্শন বড়ুয়া, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও ১নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগ সদস্য উজ্জল ভট্টাচার্য্য, কাপ্তাই উপজেলা সাবেক ভাইস-চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগ সিনিয়র সহ সভাপতি সুব্রত বিকাশ তনচংগা, কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন, কাপ্তাই উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক তানভীর আহমেদ সিদ্দিকী, রাঙামাটি জেলা কৃষকলীগ কুঠির শিল্প সম্পাদক সুবর্ণ ভট্টাচার্য্য, জেলা কৃষকলীগ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইউপি সদস্য সরোয়ার হোসেন, কাপ্তাই উপজেলা কৃষকলীগ যুগ্ন সম্পাদক আবু তালেব, মাহাবুব আলম তালুকদার প্রমুখ। এছাড়া উক্ত আলোচনা সভায় কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি এম নুর উদ্দীন সুমন সহ বিভিন্ন ইউনিয়নের কৃষকলীগের নেতারা বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।