জাতীয় শোক দিবস ঘিরে শ্রমিকলীগের শোক সভা

184

॥ স্টাফ রিপোর্টার ॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিকলীগ রাঙামাটি জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা।

আলোচনা সভায় জাতীয় শ্রমিক লীগ রাঙামাটি জেলার ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামছুল আলম এবং পৌর শ্রমিক লীগের সভাপতি মো. মিজানুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শ্রমিকলীগের সহ-সভাপতি পরেশ মজুমদার, আবুল হাশেম, জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আক্তার, মৎস্যজীবী লীগের আহ্বায়ক উদয়ন বড়–য়া, যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহম্মদ কাজল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাওয়াল উদ্দীন, সাধারণ সম্পাদক মো. শাহাজাহান, শ্রমিক লীগ সদর উপজেলা শাখার সভাপতি মো. শাহজালাল, যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আক্তার, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. করিম, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম বাবু, পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সোহেল চাকমা সহ শ্রমিকলীগ ও আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন- ১৫ই আগস্ট জাতির জনককে হত্যার মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়ের সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশের মাটিতে এনে বিচারের মুখোমুখি করার দাবী জানান বক্তারা।

আলোচনা সভার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ই আগস্টের সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন জেলা ওলামালীগের সভাপতি ক্বারী ওসমান গণি চৌধুরী।