॥ স্টাফ রিপোর্টার ॥
নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থী রাঙামাটি জেলা জাতীয় পার্টির সভাপতি হারুণ মাতব্বর সাংবাদিক সম্মেলন করে তার অবস্থান ব্যাখ্যা করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যাহারের শেষ দিনে তার প্রার্থীতা প্রত্যাহরকে কেন্দ্র করে দলের মধ্যে ক্ষোভ বিশৃঙ্খলা প্রসঙ্গে খোলাখোলি দলের অবস্থান জানিয়েছেন তিনি। এ সময় তার সাথে জেলা কমিটির সাধরণ সম্পাদকসহ অধিকাংশ নেতা এবং উপজেলা পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।
শনিবার রাঙামাটি চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি’র সম্মেলন কক্ষে সাংবাদিকদের সামনে তিনি বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারকে কেন্দ্র করে দলের কিছু নেতা-কর্মীর বিশৃঙ্খল আচরণ অনাকাঙ্খীত। তারা অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে সাংগঠনিক নিয়মকে উপেক্ষা ও জেলা কমিটির সভাপতির অনুমতি না নিয়ে সাংবাদিক সম্মেলন, ফেসবুকে মনগড়া অপপ্রচার ও ভিত্তিহীন আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে কতিপয় ব্যক্তিবর্গ প্রমাণছাড়া প্রকাশ্যে লাগামহীন বক্তব্য প্রদান করে যাচ্ছে, যা মানহানিকর।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাঙামাটি জেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ হারুনুর রশিদ মাতব্বর বলেন, বিগত নির্বাচনগুলোর অভিজ্ঞতা এবং এবারে দলের মধ্যে অনশ্চিয়তা দেখে আমি ১৭ ডিসেম্বর শেষদিন পর্যায়ক্রমে কেন্দ্রীয় কমিটির সকল নেতার সাথে যোগযোগ করার চেষ্টা করে শুধুমাত্র কাজী ফিরোজ রশিদকে পেয়ে প্রত্যাহারের বিষয়ে ইতিবাচক মত পাওয়ায় সর্বশেষ জেলা কমিটির সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও সহ-সভাপতি মন্ডলীর সাথে আলোচনা করেই ব্যক্তিগত সমস্যার কারণে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করি।
এসময় উপস্থিত ছিলেন, সহ সভাপতি মোঃ আব্দুল জলিল মাষ্টার, সাধারণ সম্পাদক প্রজেস চাকমা, সাংগঠনিক সম্পাদক সুশান্ত দেওয়ান, সহ-সাংগঠনিক সম্পাদক মিলন চাকমা, মোঃ ইসমাইল হোসেন, পৌর সাংগঠনিক সম্পাদক সুদীর্ঘ, সদর সভাপতি বিমল কান্তি চাকমা, কাউয়াখালী উপজেলার সভাপতি মোঃ আব্দুর রহমান ফাহিম, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, কাপ্তাই উপজেলা সভাপতি মোঃ হারুনুর রশিদ, বাঘাইছড়ি উপজেলার সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন, বরকল উপজেলার সভাপতি মোঃ মফিজ উদ্দিন, লংগদু উপজেলা সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।