জামায়াতে ইসলামী বরকল উপজেলা ও ইউনিট কমিটি ঘোষণা

13

॥ স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরকল উপজেলা শাখা ও ওই উপজেলার বিভিন্ন ইউনিটে ২০২৫ ও ২০২৬ শেষনের কমিটি ঘোষনা করা হয়েছে। বরকল উপজেলা জামায়াতের উদ্যোগে কমিটি গঠন উপলক্ষ্যে রোববার এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওলামা মাশায়েখ পরিষদ, মাজলিসুল মুফাসসিরিন ও মসজিদ মিশনের রাঙামাটি জেলা সভাপতি।
ঘোষিত কমিটিতে সভাপতি হয়েছেন মোঃ রস্তম আলী, সহ-সভাপতি, মো:মাসুদুর রহমান, সেক্রেটারি মো:রবিউল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা মো:হযরত আলী, প্রচার সম্পাদক=মো:ফজর আলী, বাইতুলমাল সম্পাদক মো:সাইদুল ইসলাম, ওলামা বিভাগ মাওলানা: গোলাম রব্বানী, সদস্য হলেন মো:হানিফ, মোঃ বাদশা মিয়া, মো:রকি ইসলাম, মো:শফিকুল ইসলাম, মোঃ জুলকারনাইন (রাকিব) ও মো:সাইফুল ইসলাম। একই সাথে ইউনিট কমিটি ঘোষনা করা হয়, যা নিম্নরূপঃ-
কলাবুনিয়া ইউনিটঃ-সভাপতি বাদশাহ মিয়া, সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সেক্রেটারী বেলাল হোসেন সুমন, বায়তুলমাল সেক্রেটারী শহীদুল ইসলাম, প্রচার সেক্রেটারীমোঃ আবুল কাসেম। বাঙ্গালটিলা ইউনিটঃ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সেক্রেটারী মোঃ রুহুল আমিন, বায়তুলমাল সেক্রেটারী মোঃ আব্দুস সোবহান। জসিম টিলা ইউনিটঃ সভাপতি মোঃ আব্দুল কাদের, সেক্রেটারী ছগির আহাম্মদ, বায়তুলমাল সেক্রেটারী শাকিল হোসেন।
বামল্যান্ড ইউনিটঃ-সভাপতি শফিকুল ইসলাম, সেক্রেটারী মোঃ আল আমিন, বায়তুলমাল সেক্রেটারী মোঃ রবিউল ইসলাম, প্রচার সেক্রেটারী মোঃ কামাল গাজী, সদস্য মোঃ আক্তার মুন্সী। এরাবুনিয়া ইউনিটঃ-সভাপতি মো:মাফুজুর রহমান, সেক্রেটারি মো:হাফিজুর রহমান, বাইতুলমাল সম্পাদক মো:ইমামুল ইসলাম, প্রচার সম্পাদক মো:রফিকুল ইসলাম, সদস্যমো:রিয়াজুল ইসলাম ও মোঃ রানা।
ভান্ডারী পাড়া ইউনিট (ভূষনছড়া):-সভাপতি ফজর আলী, সহ-সভাপতি জাহাঙ্গির আলম, সেক্রেটারী=সাইফুল ইসলাম, বায়তুল মাল সেক্রেটারী=মোঃ আব্দুল হালিম, প্রচার সেক্রেটারী=মোঃ লোকমান হোসেন, সদস্য=মহরম আলী, রমজান আলী, আব্দুল কুদ্দুছ, রবিউল ইসলাম।
বড়কড়াদিয়া (ভূষনছড়া) ইউনিটঃ-সভাপতি হাবিবুর রহমান, সেক্রেটারী মোঃ নুর ইসলাম, বায়তুলমাল সেক্রেটারী=মোঃ ইমরান হোসেন, প্রচার সেক্রেটারী মোঃ হাসান। মুসলিমপাড়া ইউনিটঃ-সভাপতি=মোঃ আরিফুল ইসলাম, সেক্রেটারী=মোঃ রায়হান, বায়তুলমাল সেক্রেটারী মোঃ হযরত আলী, প্রচার সেক্রেটারী=আবুল কালাম। সরকারপাড়া ইউনিটঃ-সভাপতি=মোঃ হানিফ, সেক্রেটারী=মোঃ আশরাফুল ইসলাম, বায়তুলমাল সেক্রেটারী=মোঃ জুলহাস, প্রচার সেক্রেটারী=মোঃ ইমন।
সেগুন বাগান ইউনিট: সভাপতি=মোঃ শহীদুল ইসলাম, সহ-সভাপতি=মোঃ আলম সেক্রেটারী=মোঃ মোখলেছুর রহমান, বায়তুলমাল সেক্রেটারী=মোঃ আব্দুল কাদের, প্রচার সেক্রেটারী=মোঃ নাঈমুল ইসলাম। হরিনা ইউনিটঃ-সভাপতি=মোঃ মাসুদুর রহমান, সেক্রেটারী=মোঃ রকি ইসলাম, বায়তুলমাল সেক্রেটারী মোঃ আনোয়ার হোসেন, প্রচার সেক্রেটারী=আব্দুল মালেক সর্দার, সদস্য=কামাল খাঁ ও আলী আহাম্মদ। মীরপাড়া ইউনিটঃ-সভাপতি মোঃ রাজা মিয়া, সেক্রেটারী মোঃ আব্দুল কাদের, বায়তুলমাল সেক্রেটারী=মোঃ রুবেল, প্রচার সেক্রেটারী=ফরহাদ রেজা। খবর সংবাদ বিজ্ঞপ্তির।