॥ স্টাফ রিপোর্টার ॥
এশিয়ার সর্ববৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা কুতুবুল এরশাদ আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ আহমদ শাহ রহমাতুল্লাহি আলাইহি’র বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার শহরের রিজার্ভমূখ খানকা শরীফে ওরশ শরীফ ঘিরে- রাঙামাটি জেলা গাউসিয়া কমিটির আয়োজনে খতমে কুরআন, খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসূল, খতমে গাউছিয়া শরীফ, পবিত্র গিয়ারভী শরীফ, তকরির ও জীবনী আলোচনা, মিলাদ ক্বেয়াম, মুনাজাত এবং তবারুক বিতরণ করা হয়।
বাদে মাগরিব অনুষ্ঠিত খতমে গাউসিয়া ও ধর্মীয় আলোচনায় জেলা গাউছিয়া কমিটির সহ-সভাপতি হাজী মো. জানে আলমের সভাপতিত্বে ও দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা শফিউল আলম আল ক্বাদেরীর সঞ্চালনায় সহ-সভাপতি আব্দুল হালিম ভোলা সওদাগর, সাধারণ সম্পাদক মো. আবু সৈয়দ, সিনিয়র যুগ্ম-সম্পাদক আলহাজ্ব মো. আখতার হোসেন চৌধুরী, অর্থ সম্পাদক হাজী মো. নাছির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল করিম খানসহ জেলা গাউসিয়া কমিটির নেতৃবৃন্দের পাশাপাশি আশেকে রাসূলগণ উপস্থিত ছিলেন। শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী।