জাল জালিয়াতির মামলায় পিতাপুত্র জেলে

120

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি শহরে জমি জাল জালিয়াতির অভিযোগে পিতাপুত্রকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। আসামীরা হলেন, রাঙামাটি শহরের রিজার্ভ বাজার বেকারী লাইন এলাকার মৃত অলি আহম্মদের ছেলে মোঃ শামসুল আলম ওরফে টাইগার শামসু ও তার ছেলে মোঃ সাদ্দাম হোসেন। রোববার রাঙামাটি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তা পিতা পুত্রকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

পিতা পুত্রের বিরুদ্ধে জাল জালিয়াতির মামলা দায়ের করেন মৃত অলি আহম্মদের ষষ্ঠ ছেলে মোঃ শফিউল আলম। মামলার বিবরণে জানা যায়, শহরের রিজার্ভ বাজার বেকারী লাইন এলাকায় মৃত অলি আহম্মদের জায়গা ওয়ারিশ সূত্রে তাঁর দশ ছেলে মেয়ের মধ্যে ভাগ বন্টন হবে। কিন্তু অন্য ছেলে মেয়েদের স্বাক্ষর জাল করে দীর্ঘদিন ধরে শামসুল আলম নিজেই উক্ত জায়গা ভোগ করছে। সামাজিকভাবে একাধিকবার বৈঠক হলেও শামসুল আলম দখল ছাড়তে রাজি হয়নি। উপরন্তু উক্ত ভিটায় কেউ গেলে শামসুল আলম ও তার ছেলেরা শারীরিকভাবে লাঞ্চিত করে।

মামলার বাদী মোঃ শফিউল আলম জানান, আমরা অন্য ভাই বোন ওয়ারিশ যারা আছি, পৈত্রিক ভিটায় গেলে বেশ কয়েকবার শামসুল আলম ও তার ছেলে আমাদের হামলা করে। গত ২০২১ সালের ২১জুলাই ঈদুল আযহার দিন আমি ও আমার প্রতিবন্ধী বড় ভাই বুদু মিয়া বাসায় গেলে শামসুল আলম ও তার ছেলে সাদ্দাম দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে জখম করে। তাদের হামলায় আহত হয়ে আমরা দুই ভাই রাঙামাটি হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলাম। শামসুল আলম ও তার ছেলের এহেন আচরণে বাধ্য হয়ে সকল ভাই বোনদের পক্ষে আমি বাদী হয়ে শামসুল আলম ও তার ছেলের বিরুদ্ধে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়ের করি। উক্ত মামলায় শামসুল আলম ওরফে টাইগার শামসু ও তার ছেলে সাদ্দাম হোসেন হাই কোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন নেয়। রোববার রাঙামাটির আদালতে জামিনের জন্য আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে পিতা পুত্রকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।