॥ স্টাফ রিপোর্টার ॥
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলি আকবর সুমনের দিক নির্দেশনায় রাজস্থলী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক আজিজুর রহমান রুবেল ও সাংগঠনিক সম্পাদক হ্লাচিংমং মারমা মেদুর উদ্যোগে রাজস্থলী উপজেলার সর্ব প্রাচীন বিদ্যাপিঠ রাজস্থলী তাই তং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয় এবং রাজস্থলী সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে রাজস্থলী উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
সোমবার (১ জুন) দিনব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর, ছাত্রদল নেতা রিয়াদ কলেজ ছাত্রদল নেতা মোঃ সুজন, হ্লামং মার্মা প্রমুখ।