॥ স্টাফ রিপোর্টার ॥
পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ধর্মাবলম্বীদের সর্বজন শ্রদ্ধেয় ধর্মীয় গুরু ও রায় সাহেব বৌদ্ধ বিহারের বিহারাধ্যাক্ষ প্রকাশ বড়ভান্তে ভদন্ত প্রজ্ঞাদীপ ভিক্ষু ভক্তদের উদ্দেশ্যে বলেছেন, জীবনকে জ্ঞান দ্বারা রক্ষা করিও এবং ধন সম্পদকে কর্ম দ্বারা রক্ষা করিও। মনে রাখবে কর্মই ধর্ম কর্ম করলে ফল মিলবেই।
তিনি সমবেত দায়ক দায়িকাদের উদ্দেশ্যে আরো বলেন, মানুষের জীবনটাও ঈশ্বরের পক্ষ থেকে দেয়া এক অমূল্য সম্পদ। তবে এই সম্পদ রক্ষা করতে জ্ঞান দিয়ে। যিনি যত জ্ঞনী তার জীবনও ততই আলোকিত। সুতরাং প্রত্যেকের উচিত জ্ঞান অর্জন করা এবং ইশ্বরকে জানা। এই সিদ্ধিপুরুষ আরো বলেন, প্রত্যেক ব্যক্তির ্উচিৎ কর্মের মাধ্যমে তার অজিত সম্পদ রক্ষা করা। ‘কর্ম করলে ফল মিলবেই’ এমন মন্তব্য করে তিনি বলেন, মানুষের কাজের উপর তার প্রপ্তি নির্ভর করে। সকল জীবনের প্রতি সব সময় সদাচরন করতে হবে। প্রত্যেক জীবকে রক্ষা করতে হবে। এবং দান করার মাধ্যমে আত্মার পরিশুদ্ধতা অর্জন করতে হবে, তবেই জীবনে কাক্সক্ষীত সফলতা আসবে।
ভদন্ত প্রজ্ঞাদীপ ভিক্ষু শুক্রবার কাপ্তাই উপজেলার রাইখালীতে অবস্থিত রায় রাহেব বৌদ্ধ বিহারের নব নির্মিত ভবন উদ্বোধনকালে ভক্তদের উদ্দেশ্যে দেশনা প্রদানের সময় সমবেত দায়ক দায়িকাদের উদ্দেশ্যে এই উপদেশ দেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত নব নির্মিত বিহারভবন উদ্বোধন করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নুরুল আলম চৌধুরী, সদস্য প্রশাসন এবং বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উদ্বর্তন কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও দায়ক দায়িকারা উপস্থিত ছিলেন।






























