স্টাফ রিপোর্টার
আজ বিশ্ব হাত ধোয়া দিবস। প্রতি বছর ১৫ অক্টোবর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে থাকে। এবার বিশ্ব হাত ধোয়া দিবসের প্রতিপাদ্য “Unite for Universal Hand Hygiene.” ‐ ‘হাতের পরিচ্ছন্নতায় এসে সবে এক হই’।
বিভিন্ন ছোঁয়াচে কিংবা সংক্রামক রোগ থেকে বাঁচতে হাত পরিষ্কার রাখার বিকল্প নেই। সঠিক নিয়মে হাত ধোয়াকে জীবনযাপনের অনুসঙ্গ করে নেওয়া অর্থাৎ অভ্যস্ত করানোর লক্ষ্যে পালিত হয়ে আসছে দিবসটি। হাত ধোয়ার সুফল সম্পর্কে মানুষকে জানানো এ দিবস পালনের অন্যতম উদ্দেশ্য। সঠিক নিয়মে হাত ধুলে অনেক রোগ হতেই বেঁচে থাকা যায়। বৈশ্বিক করোনা মহামারী আমাদের জীবনযাত্রার যে আমূল পরিবর্তন এনেছে তাতে সঠিক নিয়ম জেনে হাতের পরিচ্ছন্নতা নিশ্চিত করাটা আমাদের জন্য খুবই জরুরী।
দিবসটির সূচনা ২০০৮ সাল থেকে। সে বছর ১৫ অক্টোবর সুইডেনের স্টোকহোমে বিশ্ব পানি সপ্তাহে জিএইচপি বিশ্বব্যাপী আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে সাবান দিয়ে হাত ধোয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে সর্বপ্রথম এ দিবসটি পালন করা হয়। পরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দিবসটি প্রতি বছর পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন জীবন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছরই দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে। এবছর জীবন কাউখালী চ্যাপটার এর সদস্যদের উপস্থিতিতে মহিউস সুন্নাহ্ মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়া ও হ্যান্ড স্যানিটাইজার এর ব্যাবহার শিখানো হয়েছে।
বিশ্ব হাত ধোয়া দিবস ২০২২ এর প্রতিপাদ্য “হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই” – কে সামনে রেখে সকলকে পরিষ্কার পানি ও সাবান দিয়ে হাত ধুয়ে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখার আহবান জানিয়েছেন আয়োজকেরা।