জুরাছড়িতে অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ছাই

83

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥

রাঙামাটি পার্বত্য জেলার জুরাছড়ি উপজেলার ১নং জুরাছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সামিরা গ্রামে রোববার দিবাগত রাত আনুমানিক ৩টায় ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। দোকান মালিকরা জানিয়েছে এ ঘটনায় তাদের প্রায় ২০লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা দূর্গত এলাকা পরিদর্শন করেন এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে দূর্গতদের মাঝে জনপ্রতি নগদ ২হাজার ৫’শ টাকা ও ১০ কেজি করে চাল বিতরণ করেন।

ক্ষতিগ্রস্ত কনিকা চাকমা জানান, সম্প্রতি তিনি পল্লী সঞ্চয় ব্যাংক থেকে ৬০ হাজার টাকা ঋণ নিয়ে ২টি নতুন সেলাই মেশিন কিনে ব্যবসায় পরিচালনা করে আসছিলেন। অগ্নিকান্ডে সকল সরঞ্জামাদি পুড়ে গিয়ে তিনি এখন নিঃস্ব। তার ছেলেমেয়েদের পড়াশোনার খরচ এবং লোনের টাকা পরিশোধের জন্য একটি সেলাই মেশিনসহ জেলা পরিষদ সহ উপজেলা পরিষদের কাছে সহযোগিতা কামনা করেন।

এদিকে জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, দূর্গত পরিবারদের বিষয়ে জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে তার কথা হয়েছে। জেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের দ্রুত সহযোগিতা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে।