জুরাছড়িতে ইউএনওসহ পাঁচ কর্মকর্তাকে সংবর্ধনা

83

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥

বদলিজনিত কারণে জুরাছড়ি ছেড়ে যাওয়া পাঁচ কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে উপজেলার কর্মকর্তা কর্মচারীররা। জুরাছড়ি উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাবের আয়োজনে রোববার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কর্মকর্তারা হলেন জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ, সাবেক উপজেলা শিক্ষা অফিসার কৌশিক চাকমা, সাবেক কৃষি অফিসার মাহফুজ আহমেদ সরকার, সাবেক এলজিইডি প্রকৌশলী মতিউর রহমান, সাবেক বনবিভাগ সুবলং রেঞ্জ মোহাম্মদ আবু সুফিয়ান এ ৫ জন কর্মকর্তাদের আজ রবিবার উপজেলা পরিষদ হলরুমে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ জুরাছড়ি উপজেলায় যোগদান করেন ২০- ৯- ২০২৩ সালে। তিনি কুমিল্লা চৌদ্দ গ্রাম উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করবেন।

সাবেক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৌশিক চাকমা জুরাছড়ি উপজেলায় যোগদান করেন ২০ মে ২০১৮ সালে তিনি দীর্ঘ সুনামের সাথে জুরাছড়ি উপজেলায় ৫ বছর ৫ মাস দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি রাঙামাটি সদর উপজেলায় প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুরেশ কুমার চাকমা।

ভাইস চেয়ারম্যান রিটন চাকমা বলেন, কৌশিক চাকমা জুরাছড়ি উপজেলায় শিক্ষা অফিসার হিসেবে যোগদান করার পর দূর্গম এলাকায় অনেকটা শিক্ষার পরিবর্তন হয়েছে। তার সময়ে প্রত্যেকটি বিদ্যালয়ে গিয়ে পরিদর্শন করেছিলেন এজন্য তিনি জুরাছড়ি উপজেলা পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মোরশেদুল আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মিসেস আলপনা চাকমা মহিলা ভাইস চেয়ারম্যান জুরাছড়ি, মোহাম্মদ আব্দুস সালাম অফিসার ইনচার্জ জুরাছড়ি, ইমন চাকমা চেয়ারম্যান ১ নং জুরাছড়ি ইউপি, সন্তোষ বিকাশ চাকমা চেয়ারম্যান ২ নং বনযোগীছড়া ইউপি, সাধনানন্দ চাকমা চেয়ারম্যান ৩ নং মৈদং ইউপি, শান্তিরাজ চাকমা চেয়ারম্যান ৪ নং দুমদুম্যা ইউপি সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।