জুরাছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ

161

॥ স্মৃতি বিন্দু চাকমা-জুরাছড়ি ॥

জুরাছড়ি উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের উদ্যােগে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার জুরাছড়ি উপজেলা থেকে মৈদং, দুমদুম্যা ইউনিয়নে পরিদর্শন করেন। ১ নং জুরাছড়ি সদর ইউনিয়নে ঘিলাতুলী, সামিরা, এবং মৈদং ইউনিয়নে শিলছড়ি বাজার পরিদর্শন করেন এবং সেখানকার এলাকার ক্ষয়- ক্ষতির বিষয়ে খোঁজ খবর নেন রাঙ্গামাটি জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাইনুল ইসলাম খান ।

এ সময় উপস্থিত ছিলেন জুরাছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন, সদর ইউপি চেয়ারম্যান ইমন চাকমা। বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, ডাল, লবণ তেল সহ নিত্য প্রয়োজনীয়দ্রব্য বিতরণ করা হয়। অপরদিকে উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমার নেতৃত্বে মৈদং ও দুমদুম্যা ইউনিয়নে পরিদর্শনে যান।

এ সময় ইউপি চেয়ারম্যানগণ সহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুঃ জাকির হোসেন উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্তরা জানান, টানা ৬ দিনে ভারী বর্ষণে কৃষক এবং ব্যবসায়ীদের অপূরণীয় ক্ষতি হয়েছে। সরকার যদি কৃষকদের বিনা সুদে ব্যাংক লোনের ব্যবস্থা করে দেন তাহলে ভবিষ্যতে ঘুরে দাঁড়াতে পারবে।