জুরাছড়িতে এম এন লারমার ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

85

॥ স্মৃতি বিন্দু চাকমা ॥

মানবেন্দ্র নারায়ণ লারমার ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জুরাছড়িতে “১০ই নভেম্বর ১৯৮৩ অমর হোক, জুম্ম জাতীয় অস্তিত্ব সংরক্ষণে পার্বত্য চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হোন” প্রতিপাদ্যে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জুরাছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রথমেই এম এন লারমার স্বরণে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

স্বরণ সভায় জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমার সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান রিটন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেলা শাখার সদস্য যশৈস্কর দেওয়ান ও পাহাড়ি ছাত্র পরিষদ জুরাছড়ি উপজেলা শাখার সভাপতি সূবর্ণ চাকমা। এসময় জনপ্রতিনিধি সহ প্রথাগত হেডম্যান কার্বারীগণ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে সুরেশ কুমার চাকমা, পার্বত্য চুক্তি বাস্তবায়নের জন্য বাংলাদেশ সেনাবাহিনীসহ সিভিল প্রশাসনের যে ভূমিকা ছিল আগামী দিনে চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে সেই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রসঙ্গত, মানবেন্দ্র নারায়ণ লারমা ১৯৩৯ সালের ১৫ সেপ্টেম্বর মহাপুরম গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৮৩ সালের ১০ নভেম্বর বিভেদ পন্থিদের নির্মম বুলেট কেড়ে নেয় এমএন লারমার তাজা প্রাণ। এমএন লারমা ১৯৭০ সালে পাকিস্তান প্রাদেশিক পরিষদে পার্বত্য চট্টগ্রাম উত্তরাঞ্চল হতে আওয়ামীলীগের প্রার্থীসহ সকল প্রতিদ্বন্দীকে বিপুল ভোটে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭২ সালের ১৫ ফেব্রুয়ারী এম এন লারমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) গঠন করেন।